শেয়ারবাজারে রোববার (২৮ নভেম্বর) সূচকের বড় ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেন চলাকালীন সময়ে দুই কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে সেগুলো হলো: সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও একমি পেস্টিসাইডস লিমিটেড।
জানা গেছে, বৃহস্পতিবার সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিলো ৪০.৯০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৪৪.৯০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।
একমি পেস্টিসাইডস: আগের কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ছিলো ২৫.৬০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৮.১০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।