শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্নের পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- আমরা টেকনোলজিস ও অলিম্পিক এক্সেসরিজ। মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আমরা টেকনোলজিস ও অলিম্পিক এক্সেসরিজকে রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনআরসি)। তথ্য মতে, ন্যাশনাল ক্রেডিট রেটিংসের রেটিং অনুযায়ী আমরা টেকনোলজিসের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ।
আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে। এদিকে অলিম্পিক এক্সেসরিজের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-৩’। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।