বছরে পাঁচ কোটি টাকার বেশি লেনদেন হলেই মূল্য সংযোজন করের (ভ্যাট) বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে হবে। এ সফটওয়্যারে প্রতিটি বেচাকেনার তথ্য সংরক্ষিত থাকবে আলাদাভাবে।
এ ধরনের সফটওয়্যার কোন কোন কোম্পানি থেকে কেনা যাবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এমন একটি তালিকা আছে। এত দিন এই তালিকায় ৪৩টি কোম্পানি ছিল। গত বুধবার আরও পাঁচটি কোম্পানি তালিকাভুক্ত করেছে এনবিআর।
তালিকাভুক্ত নতুন পাঁচটি প্রতিষ্ঠান হলো: ঢাকার পাকিজা টেকনোলজিস লিমিটেড, সিনটেক সল্যুশন লিমিটেড, ইউনিপ্রো সফটওয়্যার বিডি লিমিটেড ও সিস্টেম রিসোর্সেস লিমিটেড এবং চট্টগ্রামের নিউ টেকনোলজি সিস্টেমস লিমিটেড। এখন এসব প্রতিষ্ঠান থেকে এনবিআর নির্দেশিত ওই সফটওয়্যার নেওয়া যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।