![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/dd1dc109-0d27-4152-8475-c443f194164f_wl.jpg)
সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ
সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। সম্প্রতি কৃষিতে নতুন করে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বর্তমানে সারাবিশ্বে সবজি উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে। এদিকে, চীন প্রথম ও ভারতের অবস্থান দ্বিতীয়। গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) ‘পুষ্টিনিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়েছে, দেশে ২০২০-২১ অর্থবছরে ৯ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে ১ কোটি ৯৭ লাখ ১৮ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছে।
২০১৯-২০ অর্থবছরে ৯ লাখ হেক্টর জমিতে সবজি উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার মেট্রিক টন। কৃষি বাংলাদেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খাত। এ খাত থেকে জিডিপির ১৩ দশমিক ২৯ শতাংশ আসে।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।