হিলি স্থলবন্দরে দিয়ে ভারত থেকে একদিনে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, গত একমাস ধরে দুই-চার ট্রাক পেঁয়াজ আমদানি হলেও গত দুইদিন থেকে তা বেড়ে গিয়েছে। তবে গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) একদিনে ভারতীয় ২৯ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

বন্দরের পেঁয়াজ আমদানিকারক কয়েকজন জানান, ‘গত একমাস ধরে ভারত থেকে পেঁয়াজের আমদানি অনেকটাই কম ছিল, কারণ বাংলাদেশ মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ ছিল বেশি। যার কারণেই ভারত থেকে বেশি দামে পেঁয়াজ আমদানি করে দেশীয় বাজারে কম দামে বিক্রি করতে হতো।

‘লস’ হবার কারণে আমরা আমদানিকারকরা পেঁয়াজ কম আমদানি করেছিলাম’। পেঁয়াজ আমদানি বৃদ্ধির খবরে বন্দরে আসতে শুরু করেছে পাইকাররা। বন্দরে ফিরেছে কর্ম চাঞ্চল্য। তবে ক’দিন আগে বাংলাদেশে হঠাৎ অসময়ের বৃষ্টির কারণে জমি থেকে মুড়িকাটা পেঁয়াজ উঠাতে না পারায় দেশীয় বাজারে পেঁয়াজের সংকট দেখা দেয় এবং সেইসাথে দামও বেড়ে যায়।

 

কলমকথা/সাথী