হিলি সীমান্তের জিরোপয়েন্টে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক বিকল হওয়াতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (১৫ নভেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে হঠাৎ করেই ভারতীয় আমদানি করা পাথর বোঝাই একটি ট্রাক জিরোপয়েন্টের গেটে বিকল হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলা-হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি জানান, ভারত থেকে একটি পাথর বোঝাই ট্রাক জিরোপয়েন্ট এলাকায় দিয়ে হিলি বন্দরে প্রবেশ-মুখে বিকল হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে।
আমদানি-রপ্তানির জন্য রাস্তাটি একমুখী হওয়ায় প্রতিনিয়তই এই ধরনের সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতের প্রবেশ পথ (জিরোপয়েন্ট) থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত রাস্তা বেহাল অবস্থার কারণে প্রায় সময় ট্রাক বিকল হয়ে আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে। এতে করে বন্দরের ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে পড়ছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।