মহান স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য ভারত-বাংলাদেশের আমদানি-রফতানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। গত শুক্রবার (২৫ মার্চ) সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল।

এছাড়া বন্দরের ওয়্যার হাউজ সুপার রেজাউল হকের মৃত্যুতে আজ রোববার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। দুপুর ১২টার পর ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করছে।

এর মধ্য দিয়ে বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস ভর্তি ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম চলছে।

 

 

কলমকথা/ বিথী