তৈরি পোশাক খাতের একক বৃহত্তম রফতানি গন্তব্য যুক্তরাষ্ট্রে চলতি বছরের ছয় মাসে ৬০ শতাংশ রফতানি আয় বেড়েছে। এ সময় (জানুয়ারি থেকে জুন) দেশটিতে বাংলাদেশ রফতানি করেছে ৫০১ কোটি ৯০ লাখ ডলারের পোশাক। দেশি মুদ্রায় প্রায় ৪৭ হাজার কোটি টাকা। এর আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৩১৩ কোটি ডলার।
সেই হিসাবে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অধিভুক্ত ওটেক্সা অনুসারে এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ৬০ শতাংশ বেশি। ওটেক্সা তথ্য অনুসারে বাংলাদেশ একক মাস হিসেবে গত জুনে রফতানি করেছে ৯০ কোটি ৬০ লাখ ডলার, যা ২০২১ সালের জুনে ছিল ৫৪ কোটি ৫২ লাখ ডলার। সেই হিসাবে একক মাস হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ৬৬.২০ শতাংশ।
এই সময় বাংলাদেশ ১৭ হাজার ৬০০ বর্গমিটার পোশাক রফতানি করে, যা এর আগের বছর একই সময়ে ছিল ১২ হাজার ২০০ বর্গমিটার। সেই হিসাবে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৪ শতাংশ। বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, মার্কিন বাজারে আমাদের রফতানি ৬০ শতাংশ বেড়েছে। তবে ওই সময় বৈশ্বিক পরিস্থিতি এখনকার মতো ছিল না। বিশ্বমন্দার কারণে এরই মধ্যে বিশ্বব্যাপী ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যাদেশ এবং বুকিং কমিয়ে দিয়েছে। কেউ বিলম্ব শিপমেন্টের কথাও বলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।