দিনাজপুরের হিলি বন্দরের পাইকারি বাজারে ভারতীয় ১৬ থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছ। ভারত থেকে আমদানি বেড়েছে ও বেচাবিক্রি কম হওয়ায় পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, কয়েক দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম ৬-৭ টাকা কমেছে। ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৬-১৮ টাকা কেজি দরে। হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতরা। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মঞ্জু মিয়া বলেন, বাজারে কিছু দিন থেকে পেঁয়াজের দাম কম।
দাম কম হলে নিম্ন আয়ের মানুষগুলোর জন্য ভালো হয়। হিলি বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, পেঁয়াজ আমদানি বেড়েছে। আবার বেচাবিক্রির বর্তমান অনেক কম। তাই পেঁয়াজের দাম কমে গেছে। আমরা পইকারি ১৬-১৮ টাকা কেজি হিসেবে বিক্রি করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।