দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও যশোর বেনাপোল বন্দর দিয়ে ভারত হতে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। বুধবার (৫ জুলাই) বিকাল থেকে বেনাপোল বন্দরদিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। প্রতি মেট্রিক টন ১৫০ ইউএস ডলার এলসি মূল্যে পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানি মূল্যের উপর ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৩৪ টাকা।
আর বাজারে এ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ টাকায়। আমদানি স্বাভাবিক হলে আরও দাম কমতে পারে বলে জানিয়েছেন আমদানিকারকেরা। এদিকে, আমদানির খবরে প্রথম দিনেই বেনাপোলের খুচরা বাজারে দেশি পেঁয়াজের দর কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। তবে গত বছরের তুলনায় এ বছর আমদানি বন্ধে খুব একটা দাম বাড়েনি বাজারে।
দেশে বন্যা পরিস্থিতিতে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় সংকটের আশঙ্কা ও ঈদে যাতে ঊর্ধ্বগতি না হয় সে কারণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। বেনাপোল বন্দরের উপপরিচালক(প্রশাসন) আব্দুল জলিল জানান, দুই মাস পরে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বন্দর থেকে দ্রুত খালাস নিতে পারে সে জন্য ২৪ ঘণ্টা বন্দরে কাজ চলবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।