![bd bank](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/06/bangladesh-bank.jpg)
দেশে লাইসেন্সবিহীন ৫০৭টি অবৈধ মানি চেঞ্জারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রী ব্যাংক। বৃহস্পতিবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।
কেন্দ্রী ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, চলমান প্রাথমিক অভিযানে যেসব প্রতিষ্ঠানের ভুলত্রুটি পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তবে প্রয়োজন হলে আবার তদন্ত করে ব্যাংক ও মানি চেঞ্জারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, দেশে যে পরিমাণ ডলার আসছে, তারচেয়ে বেশি দেশের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে ডলারের আউটফ্লো (বহির্গমন) বেড়ে গেছে।
এ কারণেই খোলাবাজারে ডলারের দাম বেড়েছে। এ অবস্থায় বিদেশে যাওয়ার সময় ক্যাশ ডলার বহনে নিরুৎসাহিত করছে বাংলাদশে ব্যাংক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।