গ্রাহকদের একত্রিত অ্যাকাউন্ট (সিসিএ) থেকে ক্যাশ অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও (বিএফআইইউ) এই পদক্ষেপের কথা জানিয়ে দিয়েছে বিএসইসি। গত বছরের ডিসেম্বরে তামহা সিকিউরিটিজ তার সিসিএ অ্যাকাউন্ট থেকে ১৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খবরে ছিল।
ফার্মটি লেনদেন বন্ধ করার জন্য ২০১৩ সাল থেকে বিনিয়োগকারীদের তহবিল তুলে নিচ্ছিল। এছাড়া ক্রেস্ট সিকিউরিটিজ ও ব্যাঙ্কো সিকিউরিটিজও একইভাবে যথাক্রমে ৪৮ কোটি ও ৭০ কোটি টাকা আত্মসাত্ করেছে বলে অভিযোগ রয়েছে। তাই ভবিষ্যতে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড যাতে না ঘটে সে জন্য বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ব্রোকারেজ ফার্ম ও ব্যাংকগুলোকে ক্যাশ তহবিল উত্তোলন কর যাবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।