বিভিন্ন সময়ে গ্রাহকেরা গহনা কিনে ঠকেন। তাই প্রতারণা থেকে সুরক্ষা পেতে প্রকৃত ও বৈধ জুয়েলারি প্রতিষ্ঠান থেকে গহনা কিনতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
ক্রেতাদের উদ্দেশে সংগঠনটি বলেছে, বাজুস সদস্য ব্যতীত কোনো প্রতিষ্ঠান থেকে অলঙ্কার ক্রয় করবেন না। অবৈধ প্রতিষ্ঠান থেকে অলঙ্কার কিনে প্রতারিত হলে, তার দায়ভার নেবে না বাজুস।
গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ‘বাজুস নতুন সদস্য বরণ’ অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনটির স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি এম এ ওয়াদুদ খান।
নতুন সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সকল প্রকার ক্রয়-বিক্রয়ের মেমো অথবা ইনভয়েসে বাজুস আইডি নম্বর থাকতে হবে।
সকল জুয়েলারি শো-রুমে বাজুস আইডি নম্বর এবং লোগোসহ স্টিকার থাকতে হবে। পাশাপাশি সকল জুয়েলারি ব্যবসায়ীকে দ্রুত বাজুসের সদস্যপদ গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
কমিটির ভাইস-চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের দূরদর্শী চিন্তা ভাবনা আমাদের জুয়েলারি ব্যবসায়ীদের দিয়েছে এক নতুন পথের দিশা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।