![অতি প্রয়োজনীয় ৫৩ ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/dkk386.jpg)
অতি প্রয়োজনীয় ৫৩ ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত
অতি প্রয়োজনীয় ৫৩ ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত
অতি প্রয়োজনীয় ৫৩ ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।
গতকাল শনিবার (১৬ জুলাই) ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক ও মুখপাত্র আইয়ুব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওষুধ কোম্পানিগুলো কিছু ওষুধের দাম বাড়ানোর আবেদন করেছিল। তাদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদফতর ৫৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে। অধিদফতরের নির্ধারিত মূল্যের বাইরে কেউ ওষুধ বিক্রি পারবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে অতি প্রয়োজনীয় ওষুধের তালিকায় ২১৯টি ওষুধ রয়েছে। এর মধ্যে ঔষধ প্রশাসন অধিদফতর ১১৭টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয়। এই ১১৭টির মধ্যে ৫৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর। কোন কোন ওষুধের দাম বাড়ছে তা এখনো জানা যায়নি, শিগগিরই ওষুধগুলোর নাম ও দাম প্রকাশ করা হবে বলেও জানা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।