দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি নিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা আট দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকালে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: বোয়ালমারীতে গাড়ি চালকের বেতনের টাকা নিয়ে কুপাকুপি আহত ২
জনস্বীকৃত পল্লীবন্ধু খ্যাতি মুছে ফেলার চেষ্টা সফল হবে না- জাপা নেতা ইকবাল রাজু
জাতীয় দলের চাকরি হারালেন নাফিস
কমিশনার বায়োজিদ হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ আগামীকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দরে ভারত থেকে সকল প্রকর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ ছাড়াও বন্দর অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, আট দিন বন্ধের পর আগামী ৮ অক্টোবর শনিবার থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন খোলা থাকবে। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে সব প্রকার পাসপোর্ট যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।