রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। এই সংকট পুরো ইউরোপজুড়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারত থেকে জ্বালানি পণ্য আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।
শিগগিরই জ্বালানি পণ্য আমদানি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সম্প্রতি পরিশোধিত পেট্রোলিয়াম জ্বালানি আমদানির জন্য ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড’র (আইওসিএল) সঙ্গে চুক্তি সই করেছে।
আইওসিএল থেকে ডিজেল, জেট ফুয়েল, পেট্রল এবং সালফার কেনা হবে। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও ভারত দেশটি থেকে কম দামে জ্বালানি পণ্য কিনছে। বাংলাদেশ ভারতের মাধ্যমে এখন কম দামে রাশিয়ার জ্বালানি পণ্য পেতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।