কোরবানির ঈদের ছুটির আগে এক সপ্তাহে ( সাত দিনে) ৯০ কোটি ৯৩ লাখ ডলার (প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা) টাকার অঙ্কে সাত দিনের এই রেমিট্যান্সের পরিমাণ সাড়ে আট হাজার কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ১ হাজার ২১৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনও এক সপ্তাহে এত রেমিট্যান্স দেশে আসেনি। এদিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) প্রায় ২ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পরও রিজার্ভও ৪০ বিলিয়ন ডলারের ওপরে অবস্থান করছে। উল্লেখ্য, বাজারে ডলারের ব্যাপক চাহিদা থাকায় ব্যাংকগুলো আন্তব্যাংক মুদ্রাবাজারের দরের চেয়েও বেশি দামে রেমিট্যান্স দেশে আনছে। কোনও কোনও ব্যাংক ৯৫/৯৬ টাকায়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।