আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে আরও ৬০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। বরিশালের পোর্ট রোডে অবস্থিত চারটি অনুমোদিত রপ্তানি প্রতিষ্ঠান শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত ইলিশের এসব বড় চালান রপ্তানি করেছে। এর আগে তিনটি চালানে ৫২ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছিল।
রোববার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শীর্ষ ইলিশ রপ্তানিকারক ও মহিমা এন্টারপ্রাইজের মালিক নীরব হোসেন টুটুল। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, শর্ত সাপেক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
উল্লেখ্য, প্রতিবছর পূজা মৌসুমে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করা হয়, যা সরকারের রাজস্ব আয় বাড়ায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।