ঈদকে সামনে রেখে বাজারে দাম বেড়েছে ভোজ্য তেল, গরুর মাংস ও মুরগির। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে উঠে এসেছে এসব চিত্র।
ঈদের আগে গরুর মাংস ৭০০ থেকে ৭৩০ টাকা কেজি বিক্রি করছেন ব্যবসায়ীরা। এক সপ্তাহ আগে যা ছিল ৬৫০ থেকে ৬৮০ টাকা। গরুর মাংসের পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগির দাম।
আরো পড়ুন: মেট্রোরেলের প্রস্তাবিত সর্বনিম্ন ভাড়া নির্ধারণ
যশোরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা কেজি। সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩৪০ টাকা। মাছের বাজারে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে মাছের দামে তেমন পরিবর্তন আসেনি।
তবে সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। এখনও বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন। শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। লম্বা বেগুনের কেজি ৮০ টাকা, আর গোল বেগুন ১২০ টাকা।
আরো পড়ুন: আগামী ২১ শে মে খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে যৌথ সভা অনুষ্ঠিত
ঘাটাইলের লক্ষিন্দর আ.লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা। কাঁচা কলার হালি ৪০ টাকা এবং লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা। এদিকে ফের বেড়েছে ভোজ্যতেলের দাম।
এখন প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৭০ টাকা। আর দুই লিটারের বোতল বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।