শেয়ার বিক্রির চাপে সপ্তাহের শেষ কর্ম দিবসে নিম্নমুখী প্রবণতায় চলছে শেয়ারবাজারে লেনদেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) লেনদেন শুরুর মাত্র ৩০ মিনিটেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৫৬ পয়েন্ট।
অপর শেয়ারবাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৮৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনে দেখা দিয়েছে ধীরগতি। ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট অর্থাৎ আধা ঘণ্টায় ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৩৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্ট থেকে ৫ হাজার ৯৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১০ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমেছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ১০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪টির দাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।