পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সভা আগামী ৮ আগস্ট (সোমবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সন্তান বিলিয়নিয়ার হলেও তাকে নিয়ে গর্ব করেন না ইলন মাস্কের বাবা

সূত্র জানায়, ওইদিন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। এছাড়া পর্ষদ সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আলোচ্য সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫৪.২১ টাকা।