চলতি বছর কোরবানির ঈদের দিন রোববার (১০ জুলাই) ও পরদিন সোমবার (১১ জুলাই) ট্যানারি মালিকরা সরাসরি সাড়ে ৫ লাখ কাঁচা চামড়া কিনেছেন।

চামড়াগুলোর মধ্যে ঈদের দিন সংগ্রহ করেছেন সাড়ে ৩ লাখ। গত বছরের চেয়ে এই সংগ্রহ প্রায় আড়াই লাখ বেশি। গত বছর ট্যানারি মালিকেরা প্রায় তিন লাখ কাঁচা চামড়া কিনেছিলেন। বুধবার (১৩ জুলাই) বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ এ তথ্য জানান। সাধারণত কোরবানির চামড়ার বড় অংশ লবণ দিয়ে সংরক্ষণ করেন মৌসুমি ব্যবসায়ী ও আড়তদারেরা। পাশাপাশি ট্যানারি মালিকেরাও সরাসরি কিছু সংখ্যক কাঁচা চামড়া কেনেন।

কিন্তু এবার সরাসরি কাঁচা চামড়া কেনা বাড়িয়েছেন ট্যানারি মালিকেরা। রহিম আহমেদ বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার থেকে ঢাকা ও ঢাকার বাইরের আড়ত ও হাট থেকে লবণযুক্ত চামড়া কেনা শুরু করবেন তারা। চলতি মৌসুমে তারা ৯০-৯৫ লাখ চামড়া সংগ্রহ করবেন।