সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার (২৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে বেশিরভাগ শেয়ারের দর ও সূচকের পতনে। গতকাল আলোচিত অনেক বড় কিছু কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় ৪৮ পয়েন্টের বেশি হারিয়েছে সূচক। এর মধ্যেও কিছু শেয়ারের দর বেড়েছে।
অন্তত আট শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। বিপরীতে বড় অঙ্কের শেয়ার দিনের পর দিন ফ্লোর প্রাইসে পড়ে থাকছে। আর আগের ধারাবাহিকতায় গুটিকয় শেয়ার লেনদেনের সিংহভাগ দখলে রেখেছে। রোববার প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৯৩ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত ছিল ১৬০টির দর। ফ্লোর প্রাইসে কেনাবেচা হওয়া শেয়ার ছিল ১৭১ টি।
আরো পড়ুন: পদত্যাগ করতে যাচ্ছেন পাকিস্তানের অর্থমন্ত্রী
সাফজয়ী নারীরা কোরিয়ায় ম্যাচ খেলার আমন্ত্রণ পাচ্ছেন
গতকাল ১ হাজার ৮১০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় ১৪৪ কোটি টাকা বেশি। ১৮৬ কোটি ৬১ লাখ টাকার লেনদেন নিয়ে শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা, যা ছিল মোট লেনদেনের ১০ শতাংশের বেশি। গতকাল ব্যাংক খাতের ৩৩ শেয়ারের মধ্যে ২১টি, আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩ শেয়ারের ১২টি, বীমা খাতের ৫৮ শেয়ারের মধ্যে ২৮টি, বস্ত্র খাতের ৫৪ শেয়ারের মধ্যে ৩৩টি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১ শেয়ারের মধ্যে ৯টি ফ্লোর প্রাইসে কেনাবেচা হয়েছে। আর ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৪টি ফ্লোরে পড়ে আছে।
দিনের লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট হারিয়ে ৬৫১৫ পয়েন্টে নেমেছে। প্রথম আধা ঘণ্টায় সূচকটি ৩৫ পয়েন্ট বেড়ে ৬৫৯৯ পয়েন্ট ছাড়িয়েছিল। এরপর আলোচিত ও বৃহৎ মূলধনি কিছু শেয়ারের দর কমায় ক্রমাগত সূচক কমতে থাকে। স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার ৮ মিনিট আগে সূচকটি দিনের সর্বোচ্চ অবস্থান থেকে ৯০ পয়েন্ট হারিয়ে ৬৫০৮ পয়েন্টে নামে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।