![দেশে খোলাবাজারের প্রতি ডলারের দাম ১৮ টাকা পর্যন্ত কমেছে](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/08/dkk365-10.jpg)
দেশে খোলাবাজারের প্রতি ডলারের দাম ১৮ টাকা পর্যন্ত কমেছে
দেশে খোলাবাজারের প্রতি ডলারের দাম ১৮ টাকা পর্যন্ত কমেছে
দেশে খোলাবাজারের প্রতি ডলারের দাম ১৮ টাকা পর্যন্ত কমেছে। এর আগে গত সপ্তাহ কার্ব মার্কেট বা খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয় ১২০ টাকা। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে গত মঙ্গলবার ডলার বিক্রি হচ্ছে ১০৩ টাকা ৫০ পয়সায়।
গত মঙ্গলবার (২৩ আগস্ট) কয়েকটি বাণিজ্যিক ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে। যমুনা ব্যাংক, জনতা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা জানিয়েছেন, তারা প্রতি ডলার ১০২ টাকা ৫০ পয়সায় কিনে ১০৩ টাকা ৫০ পয়সায় বিক্রি করছেন। এছাড়া কোন কোন ব্যাংক ১০৩ টাকায় কিনে ১০৪ টাকায়ও বিক্রি করছেন।
এদিকে, রেইন বো মানিএকচেঞ্জ থেকে জানা গেছে, ডলার তারা ক্রয় করছে ১০৮ টাকা ৫০ পয়সায় ও ১০৯ টাকা ৫০ পয়সায় বিক্রি করছেন। বাজার সংশ্লিষ্টরা জানান, দেশে ডলারের চাহিদা বাড়ায় একটি চক্র তা নিয়ে কারসাজি করে। তবে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু পদক্ষেপের ফলে তাদের দৌরাত্ম্য শেষের পথে বলে মনে করছেন তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।