খুলনায় চাল, ডাল, সয়াবিন তেল, মুরগি ও আটা-ময়দাস ৯টি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) কৃষি বিপনন অধিদপ্তর খুলনার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের ব্যবধানে ৯টি পণ্যর মূল্য বেড়েছে। যেসব পণ্যর মূল্য বেড়েছে সেগুলো হলো, চাল, আটা, ময়দা, মুসুরের ডাল, সয়াবিন, রসুন, চিনি, মুরগি ও রুই মাছ। কৃষি বিপননের প্রতিবেদন অনুযায়ী, খুলনায় মাঝারি আকৃতির চাল ৫৬-৬০ টাকার পরিবর্তে কেজিতে ৫৮-৬৪ টাকা, চিকন চাল ৬৬-৭০ টাকার পরিবর্তে ৬৮-৭৩ টাকায় বিক্রি হচ্ছে।
আটার কেজি ৫০-৫২ টাকার পরিবর্তে ৫৬-৬৪ টাকা, ময়দা ৬৫-৬৮ টাকার পরিবর্তে ৭০-৭৫ কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মসুর ডাল (দেশি) ১২৫-১৩০ টাকার পরিবর্তে ১৩০-১৪০ টাকা কেজি, আমদানিকৃত মসুর ডাল ৯৫-১০০ টাকার পরিবর্তে কেজিতে ১০০-১১০ টাকা, সয়াবিন তেল ১৮০-১৮২ টাকার পরিবর্তে ১৯০-১৯২ টাকা লিটার, আমদানিকৃত রসুন ১২০-১৩০ টাকার পরিবর্তে ১৪০-১৫৩ টাকা কেজি, চিনি ৮০-৮২ টাকার পরিবর্তে ৯০-৯৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।