পরিবহন ভাড়া বাড়ার অযুহাতে ফার্মের মুরগির ডিমের দাম রেকর্ড হয়েছিল। ডজনপ্রতি দাম বেড়ে হয়েছিল ১৬০ টাকা। তবে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী ‘প্রয়োজনে ডিম আমদানি সিদ্ধান্ত নেয়া হবে’ এমন ঘোষণার পর বাজারের চিত্র পাল্টাতে থাকে।
গত কয়েকদিনে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিমের দাম ডজনপ্রতি ৩০-৪০ টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ বর্তমানে ফার্মের মুরগির এক ডজন ডিম ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে হাঁস এবং দেশি মুরগির ডিম ৭০ টাকা হালি, ফার্মের মুরগির সাদা ও লাল ডিম ৪০ টাকা হালি ধরে বিক্রি হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।