বাংলাদেশের বাজারে সোনার দাম কমেছে। ভালো মানের প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১১৬৬ টাকা দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে, এখন থেকে ভালো মানের প্রতি ভরি সোনার বিক্রি হবে ৯১ হাজার ৯৬ টাকায়। রোববার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত তা বিক্রি হয়েছে ৯২ হাজার ২৬২ টাকায়।
রোববার(২৬ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৯১ হাজার ৯৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৪ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬২ হাজার ১৬৯ টাকায় বিক্রি হবে।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভরি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৯২ হাজার ২৬২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬২ হাজার ৮৬৯ টাকায় বিক্রি হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।