ভারত থেকে আমদানি শুরু হতেই দেশের বাজারে কমছে কাঁচা মরিচের দাম। মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার ও হাতিরপুল, মিরপুর, গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে, ১৫০ থেকে ১৮০ টাকায় কাঁচা মরিচ বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।
এক সপ্তাহ আগেও রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ২২০ থেকে ২৫০ টাকা। সরবরাহের ঘাটতির কারণে কোরবানির আগে থেকেই কাঁচা মরিচের দাম বাড়তে থাকে। কোরবানির পরে এক সপ্তাহের ব্যবধানে তা দ্বিগুণ হয়ে যায়। ফলে মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ১৪০ থেকে ১৮০ টাকায়।
একপর্যায়ে তা ৩০০ টাকাও ছাড়িয়ে যায়। বিক্রেতারা জানান, এবার দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহ, অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়। এজন্য বাজারে সংকট দেখা দেয়। বাজার স্থিতিশীল রাখতে অনেক দিন পর গত বৃহস্পতিবার আবার কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) দেয় সরকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।