উড়োজাহাজের জ্বালানির দাম এক লিটারে ১৯ টাকা বৃদ্ধি করেছে সরকার। যা বর্তমান ১ লিটার জেট ফুয়েলের দাম হয়েছে ১৩০ টাকা। চলতি মাসের প্রথমার্ধ থেকেই এ দাম কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। এর আগে সর্বশেষ গত ১০ জুন জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৫ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছিল ১১১ টাকা। তার আগে ১৭ মে জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানির দাম হয়েছিল ১০৬ টাকা প্রতি লিটার।

বিপিসি সূত্রে জানা গেছে, বিপিসি সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি গত ৭ জুলাই অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের মূল্য ১১১ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করে। আর আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১.০৯ ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে ১.২২ ডলার। এ নিয়ে গত ৫ মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে প্রতি লিটারে ৫০ টাকা। আর করোনা মহামারির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত গত ২০ মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে ১৮৩ শতাংশ।