গত কয়েকমাস ধরেই দেশের বাজারে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। খাবার থেকে শুরু করে প্রসাধনী প্রায় সব জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দাম বাড়ার এ তালিকায় নতুন করে যোগ হয়েছে গুঁড়া দুধ।
আরো পড়ুন: খুলনায় ফুডপান্ডার রাইডারদের কর্মবিরতি ও মানববন্ধন
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রলীগের আনন্দ র্যালি
চলতি মাসে ফের বেড়েছে গুড়া দুধের দাম। এর আগে, মার্চ, জুন ও আগস্টে তিন দফা বেড়েছিল দাম। এবারের দাম বাড়িয়েছে ছোট বড় প্রায় সকল প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা গেছে, প্রতিষ্ঠান ভেদে প্রতি কেজি দুধের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব বলছে, এক বছরে গুঁড়া দুধের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ। টিসিবির এই হিসাবে গুঁড়া দুধের নতুন বাড়তি দাম আসেনি।
সেটি যুক্ত হলে বছরের মূল্যবৃদ্ধির হার আরও বেশি দাঁড়াবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ডানো ৮৫০ টাকা, ডিপ্লোমা ৮৪০ টাকা, ফ্রেশ ৭১০ টাকা ও মার্কস ৭৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দোকানিদের দাবি, ইতোমধ্যেই প্রায় প্রতিটি প্রতিষ্ঠান মূল্য বাড়িয়ে গুড়া দুধ বাজারে এনেছে। এই কারণে দাম বেড়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।