বাজারে ডিম ও কাঁচামরিচের দাম কমেছে। তবে কমেনি মুরগির দাম। গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
কারওয়ান বাজার, তেজকুনিপাড়া ও হাতিরপুল বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। সপ্তাহ দুয়েক আগেও এক কেজি মরিচ কিনতে ক্রেতাকে গুনতে হয়েছে ১২০ থেকে ১৫০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বর্ষার কারণে মরিচ ক্ষেত পানিতে ডুবে গেলে উৎপাদন কমে যায়। কিন্তু আবারও উৎপাদন বাড়ায় বাজারে সরবরাহ বেড়েছে। তাই দাম কমতির দিকে। এদিকে, ডিমের দামও কমেছে।
জ্বালানির মূল্য বাড়ায় দফায় দফায় বাড়ে ডিমের দাম। ১৬০ টাকা উঠেছিল প্রতি ডজন ডিমের দাম। তবে হালি হিসেবে দর ছিল আরও বেশি। প্রতি হালি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হতো। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের ডিম আমদানির উদ্যোগের আভাস ও জাতীয় ভোক্তা অধিদপ্তরের কঠোর বাজার তদারকিতে দাম কমতে শুরু করে। বর্তমানে ডিমের ডজন পাওয়া যাচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।