দেশের রাষ্ট্রীয় ৬ ব্যাংক তাদের খেলাপি ঋণ কমাতে পারছে না। এ অবস্থায় লক্ষ্যমাত্রা শিথিল করা হয়েছে। এপিএ অনুযায়ী চলতি ২০২২-২০২৩ অর্থবছরে খেলাপি ঋণের স্থিতি প্রায় ২৫০০ কোটি টাকা কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদ মাধ্যমের অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর নিজ নিজ প্রাক্কলন অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থবছর শেষে ৬ ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি ছিল ৪৮ হাজার ১৬৬ কোটি টাকা। এর বিপরীতে চলতি ২০২২-২৩ অর্থবছর শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের স্থিতির লক্ষ্যমাত্রা হচ্ছে ৪৫ হাজার ৭০০ কোটি টাকা। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে সম্পাদিত ব্যাংকগুলোর ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানায়, ২০২১-২০২২ অর্থবছরে এপিএ’র আওতায় খেলাপি ঋণ স্থিতির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে ব্যাংকগুলো। আলোচ্য বছরে ব্যাংকগুলোর খেলাপি ঋণ স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ৮০০ কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে ছয় ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি লক্ষ্যমাত্রার তুলনায় ৮ হাজার ৩৬৬ কোটি টাকা বেশি ছিল। অর্থবছর শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের স্থিতি বেড়ে যাওয়ার কারণে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে স্থিতির লক্ষ্যমাত্রা ৫,৯০০ কোটি টাকা শিথিল করা হয়েছে।