মোঃ রাকিব হাসান: পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও বিনিয়োগকারীগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে গত ২২ মে ২০২২ তারিখে আইসিবি সিলেট শাখা ও সাবসিডিয়ারি কোম্পানির (আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড) যৌথ উদ্যোগে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন, প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জনাব বিপ্লব কুমার সাহা, আইসিবি সিলেট শাখার শাখা প্রধান সহাকারী মহাব্যবস্থাপক জনাব রজত কান্তি দে, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিঃ এর শাখা প্রধানগণসহ সম্মানিত বিনিয়োগকারীগণ উপস্থিত ছিলেন। সভায় বিনিয়োগকারীগণ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণপূর্বক পুঁজিবাজারের বর্তমান মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে কিছু অভিমত ব্যক্ত করেন।

বিনিয়োগকারীগণের প্রদত্ত মতামত ও পরামর্শসমূহের ভিত্তিতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আলোচ্য বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনাপূর্বক প্রয়োজনে নীতি নির্ধারণী মহলে তুলে ধরবেন বলে অভিমত ব্যক্ত করেন।