বুধবার (৩ নভেম্বর) থেকে আবারও সারাদেশে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবির এই কার্যক্রম ছুটির দিন শুক্রবার ব্যতীত চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার (২ নভেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবির মুখপাত্র জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য স্থিতিশীল রাখতে সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য দেশের মহানগর, জেলা ও উপজেলায় চারশ’ থেকে সাড়ে চারশ’ ভ্রাম্যমাণ ট্রাকে এই বিক্রি কার্যক্রম চলবে। টিসিবি জানায়, একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।