তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিয়ে গভীর সংকটে পড়েছে সরকার। একদিকে আমদানির জন্য হাতে পর্যাপ্ত টাকা নেই। বিশ্বব্যাপী এলএনজি’র দাম বেড়ে যাওয়ায় দেশেও তার প্রভাব পড়েছে। ফলে উচ্চমূল্যের এলএনজি আমদানিতে সরকারের ভর্তুকির চাপ বেড়ে যাচ্ছে।
ইতোমধ্যে পেট্রোবাংলা থেকে জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থমন্ত্রণালয়ের কাছে এলএনজি আমদানির জন্য ৩২ হাজার ২১৯ কোটি টাকা চাওয়া হয়েছে। জানা গেছে, গ্যাসের চাহিদা বাড়লেও মজুদ বাড়ছে না।
নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার না হওয়ায় গ্যাসের বিদ্যমান মজুদও ফুরিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে চাহিদা মেটাতে উচ্চমূল্যের জ্বালানি এলএনজি আমদানি করতে হচ্ছে। ফলে বাড়ছে গ্যাসের গড় দাম।
বেশি দামে আমদানি করে কম দামে বিক্রি করায় ভর্তুকিও বেড়ে যাচ্ছে। এ ভর্তুকি কমাতে হলে গ্যাসের দাম বিদ্যমান দামের চেয়ে কয়েক গুণ বাড়াতে হবে। সামনে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলে দেশ পুরোপুরি উচ্চমূল্যের জ্বালানি নির্ভর হয়ে পড়বে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।