জাহিদ হোসেন, বাঘারপাড়া: বাঘারপাড়া উপজেলার দক্ষিণ অঞ্চলের মাছ চাষিরা হতাশায় ভুগছেন, তীব্র তাপদাহ ও প্রচন্ড গরমের ফলে ঘেরের পানি গরম হয়ে মাছ মরে সাবাড়। গত এক সপ্তাহে একাধিক ঘরের মাছ মরে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
বিভিন্ন সূত্রে প্রকাশ বসুন্দিয়া গ্রামের নূরমোহম্মদ মোল্যা,, মোঃ হাফিজ খান, শুকুমার, বারভাগ গ্রামের মোঃ নজরুল ইসলাম, বসুন্দিয়ার মোঃ আমির আলী মোল্যা, মোঃ আব্দর রাজ্জাক মোল্যা, বারভাগ দাড়িরপর এর শৈলেন সহ অনেকের ঘরের মাছ হিট স্টকে মারা গিয়েছে। তবে অধিকাংশ ঘের মালিক দাবি করছন শত্রুর জের ধরে কীটনাশক প্রয়োগে মাছ মেরে দিয়েছি।
আবার কিছু কিছু মালিকের বলছেন গরম শয্য করতে না পেরে হিট স্টকে মাছের মড়ক ঘটেছে। সাধারণ মানুষ মন্তব্য করছেন ঘের মালিকদের সাথে কিসের শত্রুতা, কি এমন দন্ধ যারফলে এমন ক্ষতি সধন করছে। তবে এবছর গরম বেশি তারপর অনাবৃষ্টি, মাঠ বিল শুকিয়ে চৌচির।
মাছের ঘেরে অল্প পানি সূর্যের প্রচন্ড তাপ সেজন্য মরতে ও পারে। চলতি বছর মাছের ভাল দাম না পেয়ে লোকসানের সম্মুখীন মাছ চাষিরা।তারপর আবার মাছের মড়ক এঘানি কি ভাবে টানবে ঘের মালিকগন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।