![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/kk-77-2.jpg)
ডিজিটাল মুদ্রা বিটকয়েনে বিনিয়োগ বাড়ছে। এমনকি নিরাপদ সম্পদ হিসেবে সোনায় যারা বিনিয়োগ করছে, তারাও এখন এদিকে ছুটে আসছে। ফলে ২০২২ সালে সোনার বাজারের একটি অংশ নেবে এই ক্রিপ্টোমুদ্রা। বড় বিনিয়োগকারী আকর্ষণ করতে পারায় বিটকয়েন আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে। সম্প্রতি গ্রাহকদের উদ্দেশে পাঠানো এক গবেষণা নোটে এমন মন্তব্য করেন গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষক জেচ পান্ডল।
গোল্ডম্যান স্যাকস জানায়, বর্তমানে বিটকয়েনের বাজারমূল্য ৭০০ বিলিয়ন ডলার। এর বিপরীতে প্রায় ২.৬ ট্রিলিয়ন ডলার বিনিয়োগমূল্য সোনার। বর্তমানে ‘স্টোর অব ভ্যালু’ (সঞ্চিত মূল্যবান সম্পদ) বাজারের ২০ শতাংশ দখল করে আছে ক্রিপ্টোমুদ্রা। ২০২২ সালে বিটকয়েন এ বাজারের আরো বড় অংশ নেবে। নোটে আরো বলা হয়, যদি বিটকয়েন এ বাজারের ৫০ শতাংশ শেয়ার নেয়, তবে প্রতিটি বিটকয়েনের মূল্য দাঁড়াবে এক লাখ ডলার।
গত বুধবার বিটকয়েন লেনদেন হয়েছে ৪৪ হাজার ডলারে। ডিসেম্বরে দাম কিছুটা কমলেও বর্তমানে এর দাম আবার বাড়ছে। গত নভেম্বরে প্রতিটি বিটকয়েনের দাম ওঠে ৬৯ হাজার ডলার, যা যেকোনো সময়ের সর্বোচ্চ দাম। সূত্র : রয়টার্স, কয়েনডেস্ক
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।