স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর সুবিধার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। এর অন্যতম হলো পণ্য রফতানিতে শুল্ক সুবিধা পেতে স্থানীয় ভ্যাট হতে হবে কমপক্ষে ৫০%।
এখন ৩০% হলেই এ সুবিধা পাওয়া যায়। অন্যদিকে রফতানিতে প্রণোদনা হিসেবে রফতানিকারকদের বিভিন্ন হারে নগদ সহায়তা দেয়া হয়। এলডিসি থেকে উত্তরণের পর নগদ সহায়তা দেয়ারও সুযোগ থাকবে না।
তাই সম্প্রতি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে ২০% স্থানীয় মূল্য সংযোজনেই নগদসহ ১২ ধরনের সুবিধা চেয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।