মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজারে আগুন লেগে অন্তত ১৫-২০ টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজাপুর বাজার বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

ব্যবসায়ী ও বনিক সমিতির মাধ্যমে জানা গেছে আগুনে ৫ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।গতকাল রোববার (২১ মার্চ) বিকাল ৫.৪০টার দিকে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো আনিস বিশ্বাস (টিভি ফ্রীজ ক্রোকারিজ ও এলপিজি),মোঃবরকত আলী (টাইল ব্যবসায়ী),মোঃ শহীদ বিশ্বাস (পুরনো ঢেউটিন ও টিউবওয়েল পাইপ ব্যবসায়ী), ডা. দিপক বিশ্বাস (ফার্মেসী), সমীত মন্ডল (ফার্মেসী), আব্দুল জব্বার ( বেকারি কারখানা), ইন্দ্রজিৎ বিশ্বাস ( সৌরভ ডেকোরেটর) ও সুজন ( বীজ ভান্ডার) এছাড়াও আরও অন্তত ছোট বড় ১০-১২ টি দোকান ঘর ও মালামাল আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে বাজারের দোকানে আগুন লেগেছে-এমন খবর জানিয়ে স্থানীয় এক ব্যবসায়ী তাঁকে মোবাইলফোনে খবর দেন। তিনি মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুন লাগার ঘটনায় এসব দোকানের ৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) সৈয়দ মোস্তাইন আলী জানান , খবর পেয়ে সাড়ে ছয়টায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে, প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে বা আনিচের ঘরের পিছন থেকে এ আগুন লেগেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

ফায়ার স্টেশন ইনচার্জের অভিযোগ, বাজারের গলিগুলো অপ্রশস্ত হওয়ায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে।
স্থানীয়দের অভিযোগ ফায়ারসার্ভিস আরও দ্রুত আসলে আগুনে এতো ক্ষতি হতো না।
রাতেই রাজাপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবু আব্দুল্লাহেল কাফি,উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব হরেকৃষ্ণ অধিকারী সুমন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃবেবী নাজনীন, বীরেন শিকদার স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব মিজানুর রহমান মিলন প্রমুখ।এসময় উপস্থিত সকলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন এবং সাধ্যমতো সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

পরদিন মঙ্গলবার সকালে মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ ড.শ্রী বীরেন শিকদার এর পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাননীয় এমপির ভ্রাতা মাগুরা শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শ্রী বিমলেন্দু শিকদার।এসময় আরও উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা আঃলীগের সভাপতি এ্যাড.আঃ মান্নান,উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,সাবেক উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ হারুন-অর রশীদ,রাজাপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি জনাব মিজানুর রহমান বিশ্বাস ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শাকিরুল ইসলাম খান প্রমূখ।