বাংলাদেশ থেকে  ভারতে রপ্তানি-বাণিজ্য বেড়ে যাওয়ায়  সকাল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে রপ্তানি বাণিজ্য। বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বেড়ে যাওয়ায় বাংলাদেশের রপ্তানিকারকরা অনেক খুশি৷ 
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন জানায়, গতকাল রাতে বেনাপোল-পেট্রোপোল বন্দরের নোম্যান্সল্যান্ডে দুই দেশের বন্দর কতৃপক্ষের এক আলোচনার মধ্যেমে এ সিদ্ধান্ত হয়েছে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান,আগের তুলনায় দিগুনপণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে।
প্রতিদিন সকল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ২০০ ও অধিক রপ্তানি পণ্যের ট্রাক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করাতে পারবে বলে সিদ্ধান্ত হয়েছে।
আগে যেখানে প্রতিদিন রপ্তানিমুখী পণ্য নিয়ে ১০০ থেকে ১৫০টি ট্রাক বেনাপোল স্থলবন্দরে আসত, সেখানে এখন ৩০০ থেকে ৩৫০টি ট্রাক আসছে। বাড়তি এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দুই দেশের দুই স্থলবন্দর। এতে অবশ্য স্থলবন্দর দুটির সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।