বেনাপোল বন্দর দিয়ে ১০ দিনে ৭০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। দেশে ইলিশ উৎপাদন কম হওয়ায় সরকার অনুমোদনের চার ভাগের এক ভাগ ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার। তিনি জানান, ০৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের জন্য ইলিশ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। ফলে ২২ দিন ভারতে ইলিশ রপ্তানিও বন্ধ ছিল।

নিষেধাজ্ঞা শেষে গত বুধবার (২৭ অক্টোবর) থেকে ৫ নভেম্বর পর্যন্ত ১০ দিনে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে সচল হয় ইলিশ রপ্তানি। এবং এই ১০ দিনে রপ্তানিকারকেরা ৭০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করে।