জ্বালানিসংকট কাটাতে ভারত থেকে আমদানি করা অপরিশোধিত ২৫ লাখ লিটার তেল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বন্দরে এসে পৌঁছেছে। আমদানীকৃত প্রতিষ্ঠান একোয়া রিফাইনারি কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুক্রবার রাতে তেল বহনকারী জাহাজগুলো ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীবন্দরে এসে পৌঁছেছে। আমরা আনুষ্ঠানিকভাবে আজ (শনিবার) তেল আনলোড করব। অনুষ্ঠানে বাংলাদেশ নিযুক্ত ভারতের হাইকমিশনার, মোংলা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।’
জ্বালানি সাশ্রয়ে উচ্চ ব্যয়ের ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পর দেশজুড়ে প্রতিদিন সূচি ধরে এক ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে মঙ্গলবার থেকে। একই সঙ্গে সপ্তাহে এক দিন বন্ধ থাকছে পেট্রল পাম্প।
এ বিষয়ে সোমবার এক বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী জানান, এ সিদ্ধান্ত সাময়িক। বিশ্ব পরিস্থিতির উত্তরণ হলে আগের অবস্থানে ফিরে আসা হবে।
তিনি বলেন, ‘আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদনকে কমিয়ে যাতে আমাদের খরচ কম হয়, যেটা সহনশীল হয় সেই পর্যায়ে নিয়ে আসা এবং ডিজেলে আমরা বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম।
‘তাতে অনেক টাকা সাশ্রয় হবে। আপনাদের মনে রাখতে হবে ডিজেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে। ডিজেল ছাড়া বিদ্যুৎ উৎপাদনে আরও যতো ব্যয় আছে সেটাও কমিয়ে আনতে হবে। এটা আমাদের সবার সমস্যা-এটা যদি মনে করে, ধৈর্য ধরে সময়টা অতিক্রম করতে চাই, তাহলে আমরা অবশ্যই পারব।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।