“কম দামে,সেরা পণ্য” প্রতিবাদ্য বিষয় নিয়ে লালমনিরহাট পুলিশসুপারের উদ্যোগে আজ (১ মে) খোলা হলো পুলিশ শপিংমল।

আজ ১ মে ২০২১ তারিখে লালমনিরহাট পুলিশ শপিংমল উদ্বোধন করেন জনাবা আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, পুলিশ সুপার লালমনিরহাট।


এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন),অতিরিক্ত পুলিশ সুপার (সদর),অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সহ বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
উদ্বোধন শেষে বিভিন্ন পণ্য বিক্রি শুরু হয়।