দিন যত যাচ্ছে, কাঁচা চামড়ার দাম ততই বাড়ছে। ফলে কোরবানিদাতারা কাঁচা চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেলেও ঢাকার পোস্তার আড়তদারদের চামড়া কিনতে হচ্ছে চড়া দামে। গত রোববার (১০ জুলাই) ঈদের দিন সন্ধ্যায় পুরান ঢাকার লালবাগের পোস্তার ব্যবসায়ীরা যে চামড়া ৫০০- ৬০০ টাকায় কিনেছেন, রাত ১০টার পর তা কিনতে হয়েছে প্রতি পিস গড়ে ৭০০-৮০০ টাকা দরে।

পরের দিন সোমবার একই ধরনের চামড়া তাদের কিনতে হয়েছে ১২০০-১৩০০ টাকায়। মঙ্গলবার (১২ জুলাই) পোস্তার ব্যবসায়ীরা সেই মানের চামড়া কিনছেন ১৪০০ টাকা দরে। আড়তদাটরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী তারা এবার কাঁচা চামড়া পাননি। তাই দর বাড়িয়ে লক্ষ্য পূরণের চেষ্টা করছেন। এখন তারা ফোন করে আশপাশের এলাকায় থাকা চামড়া পোস্তায় আনতে বলছেন।

সাধারণত আড়তদার ছাড়াও ট্যানারি মালিকরা নিজস্ব তত্ত্বাবধানে চামড়া সংগ্রহ করেন। কিন্তু এবার তাদের উভয়ের মধ্যে চামড়া সংগ্রহে এক ধরনের প্রতিযোগিতা দেখা যাচ্ছে। সে কারণেই দাম বাড়ছে। তবে আড়তদাররা বলছেন, এবার তারা সমস্যায় থাকলেও মৌসুমি ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। তারা ভালো দাম পাচ্ছেন।