পবিত্র ঈদ উল আযহার ছুটি বাকি আর দুদিন থাকলেও এখনো বেতন বোনাস পায়নি চট্টগ্রামের ৮৬১ টি শিল্প কারখানার শ্রমিকরা।জানা যায়,চট্টগ্রামে মোট ১ হাজার ৪৭০টি শিল্প কারখানা রয়েছে।
এর মধ্যে ঈদ উপলক্ষে ৬০৯টি কারখানা তাদের শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে। তাদের মধ্যে বেতনসহ বোনাস পেয়েছে ২৬৫ প্রতিষ্ঠানের শ্রমিকরা। বিজিএমইএ সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৭ জুলাইয়ের মধ্যে সব ধরনের বেতন-ভাতা পরিশোধের জন্য আমাদের তালিকাভুক্ত সব কারখানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আমরা বলতে পারি সব কারখানা ধারাবাহিকভাবে বেতন-বোনাস পরিশোধ করে দেবে। আজ আমরা কারখানা মালিক সমিতির সংগঠন যেমন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএর সাথে বৈঠক হয়েছে। বেতন-বোনাস পরিশোধে যেন কোন ধরনের সমস্যা না হয় এবিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।