
চট্টগ্রামের ৮৬১ টি শিল্প কারখানার শ্রমিকরা এখনো বেতন বোনাস পায়নি
চট্টগ্রামের ৮৬১ টি শিল্প কারখানার শ্রমিকরা এখনো বেতন বোনাস পায়নি

পবিত্র ঈদ উল আযহার ছুটি বাকি আর দুদিন থাকলেও এখনো বেতন বোনাস পায়নি চট্টগ্রামের ৮৬১ টি শিল্প কারখানার শ্রমিকরা।জানা যায়,চট্টগ্রামে মোট ১ হাজার ৪৭০টি শিল্প কারখানা রয়েছে।
এর মধ্যে ঈদ উপলক্ষে ৬০৯টি কারখানা তাদের শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে। তাদের মধ্যে বেতনসহ বোনাস পেয়েছে ২৬৫ প্রতিষ্ঠানের শ্রমিকরা। বিজিএমইএ সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৭ জুলাইয়ের মধ্যে সব ধরনের বেতন-ভাতা পরিশোধের জন্য আমাদের তালিকাভুক্ত সব কারখানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আমরা বলতে পারি সব কারখানা ধারাবাহিকভাবে বেতন-বোনাস পরিশোধ করে দেবে। আজ আমরা কারখানা মালিক সমিতির সংগঠন যেমন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএর সাথে বৈঠক হয়েছে। বেতন-বোনাস পরিশোধে যেন কোন ধরনের সমস্যা না হয় এবিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।