![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/kk12-6.jpg)
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুরোটাই যৌক্তিক বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কেননা তেলের দাম শুধু বাংলাদেশে বাড়েনি। সারাবিশ্বেই বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। করোনার কারণে এমনটা হয়েছে বলে তিনি মনে করেন। আজ বুধবার ক্রয়সংক্রান্ত কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। অর্থমন্ত্রী আরও বলেছেন, ‘সরকার কখনোই রাফলি দাম বাড়ায় না।
জনগণের কথা মাথায় রেখেই দাম বাড়ানো হয়। তবে অনেক সময় সেটা না করলে সরকারের আয় কমে যায়। সরকার তো টাকা প্রিন্ট করে না। আয় করেই ব্যয় করে। ফলে রাজস্ব আয় করতেই আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে এটা করা হয়েছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।