কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা লায়েকুজ্জামানের বাসা থেকে বাড়তি লাভের আশায় ৫১২ লিটার মজুতকৃত সয়াবিন তেল উদ্ধার করেছে মহানগর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা পুলিশের একটি টিম। গত শুক্রবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে মজুদকৃত ৫১২ লিটার তেলসহ লায়েকুজ্জামানকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
আজ শনিবার (১২ মার্চ) দুপুরে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, গত প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এসব তেল তার শ্বশুরের বাসায় মজুত করেন তিনি। অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা তার বাসার পাশে অবস্থিত শ্বশুরের বাসাটিও তিনি দেখাশোনা করতেন।
সেই বাসাতেই মুলত তিনি ৫১২ লিটার তেল মজুত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই কর্মকর্তা জানান, সামনে রমজান মাসে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্য তিনি ব্যক্তিগতভাবে এসব তেল কিনে জমা করে রাখেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।