চট্টগ্রাম কাস্টম হাউসে মাত্র দেড় লাখ টাকায় মিলছে কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি, আবার ৩ লাখ টাকা খরচ করলেই মিলছে মার্সিডিজ বেঞ্জ। জানা গেছে সর্বোচ্চ ৫৩ লাখ টাকা দর উঠেছে বিএমডব্লিউ’র একটি গাড়ি। ২ কোটি ৩৮ লাখ টাকা সংরক্ষিত মূল্যের একটি বিএমডব্লিউ গাড়ির নিলামে ৫৩ লাখ দর হেঁকেছে ফারজানা ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান।

অন্যদিকে, ২১ বছরের পুরনো, মরচে ধরা আরেকটি বিএমডব্লিউ’র দর পড়েছে দেড় লাখ টাকা। মিতসুবিশি সোগান ব্র্যান্ডের একটি গাড়ির দর উঠেছে মাত্র ৫০ হাজার টাকা। যেটির সংরক্ষিত মূল্য ছিল ১ কোটি ৩৯ লাখ টাকা। কোটি টাকা মূল্যর মার্সিডিজ বেঞ্জের দর জমা পড়েছে মাত্র ৩ লাখ ১০ টাকা।

গত ৩ ও ৪ নভেম্বর ১১২টি গাড়ি নিলামে তোলে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে ১১০টি গাড়ির দর জমা দেন ৫৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে তারা গাড়ি পাবেন কিনা সে সিদ্ধান্ত হয়নি এখনও। চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আল আমিন জানান, যেসব গাড়ির দাম যৌক্তিক মনে হবে শুধু ওইসব গাড়িই বিক্রি করা হবে। যদি কোটি টাকার গাড়ি কেউ দুই লাখ টাকা দাম হাঁকায় এবং কমিটিও এই দামকে যৌক্তিক মনে করে তবেই গাড়িটি বিক্রি হবে।