যশোর বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা। এর ফলে টানা পাঁচদিন বন্ধ থাকার পর শনিবার (৫ ফেব্রুয়ারি) পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে চালু হল আমদানি-রফতানি বাণিজ্য। পেট্রাপোল বন্দরে পরিবহণ শ্রমিকসহ আটটি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠক হয়।
এরপর গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হলে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেয় সংগঠনগুলো। গতকাল শুক্রবার বন্দর ববন্ধ থাকায় আজ থেকে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এ ব্যাপারে পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার কমলেশ সাহানি বলেন,
সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতামত বিনিময় করে সীমান্ত বাণিজ্যে দ্রুতগতি আনার অনুরোধ করেন। সে অনুযায়ী বেশির ভাগ সংগঠনই শনিবার থেকে সম্পূর্ণভাবে আমদানি-রফতানি শুরু করার কথা বলে আশ্বস্থ করলে ধর্মঘটকারীরা শনিবার সকাল থেকে কাজে যোগ দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।