আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (২ মার্চ) বেলা আড়াইটায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল লতিফ বকসী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বেলা ২টা ৩০ মিনিটে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে সভার আয়োজন করা হয়েছে। আব্দুল লতিফ বকসী আরও জানান, সভায় সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী মুনশি। সভা শেষে প্রেস ব্রিফিং করবেন মন্ত্রী।

 

কলমকথা/সাথী